ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু

নিউজ ডেস্ক: ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে রাঙামাটি শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে । 

শুক্রবার (১৬ মে) বিকেল ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা, রাঙামাটি’র ব্যানারে ভাস্কর্যটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে ভাস্কর্য অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন সংগঠনটির সদস্যরা।

এলাকাবাসী জানান, আজ রাঙামাটি শহরের ভেদভেদী বাজার থেকে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার ব্যানারে’ ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচি শুরু হয়। মিছিলটি সার্ভার স্টেশনের সামনে এসে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। প্রশাসনের কোনো প্রতিক্রিয়া না পেয়ে আন্দোলনকারীরা নিজেরাই শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ শুরু করেন।

আন্দোলনকারী ও রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসাইন বলেন, “সারা দেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই, কিন্তু আমাদের রাঙামাটিতে রয়ে গেছে। এই ভাস্কর্য অপসারণের জন্য আমরা গত ৯ মাস প্রশাসনকে অনুরোধ করেছি, কথা বলেছি। তারা বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

আরও পড়ুন

তিনি আরো বলেন, “তিনদিন আগেও আমরা প্রশাসনকে এই ফ্যাসিবাদের মূর্তি অপসারণের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এরপরও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় রাঙামাটির ছাত্র-জনতা ভাস্কর্য অপসারণের কাজ শুরু করেছে।”

জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলার সদস্য ওয়াহিদুজ্জামান রোমান বলেন, “আমরা ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার পরও প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাইনি। তাই আমরা এই ভাস্কর্য অপসারণের কাজ শুরু করেছি। এই ভাস্কর্য অপসারণের মাধ্যমে রাঙামাটি কলঙ্কমুক্ত হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

নড়াইলে হত্যা মামলার আসামিকে মাদারীপুরে গ্রেপ্তার করেছে ডিবি

রাঙামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার কাজ শুরু

ব্রাজিল ফুটবলে আবারও প্রেসিডেন্টকে বরখাস্ত করলেন আদালত

মোস্তাফিজকে দলে ভেড়ানোয় দিল্লি ম্যাচ বয়কটের ডাক

টেকনাফে অভিযানে জব্দকৃত সাড়ে ৪৫ কোটি টাকার মাদক ধ্বংস