ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

গাজীপুর জেলা মহিলা লীগ নেত্রী জসুদা গ্রেপ্তার

গাজীপুর জেলা মহিলা লীগ নেত্রী জসুদা

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ২টায় জয়দেবপুরের উত্তর ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণের মেয়ে। তিনি দীর্ঘদিন ওই এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করেন। এ ছাড়া ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালীম বলেন, শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি শিশু হত‍্যা মামলার এজহারভুক্ত আসামি। এ ছাড়াও গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং কয়েকটি গার্মেন্টস কারখানা ভাঙচুর এবং শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে যাচাই-বাছাই করার জন‍্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়া হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি আছি, মরি নাই রে ভাই : মাহি 

ওয়ানডে ও টি ২০ খেলতে আগস্টে ঢাকায় আসছে না ভারত 

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা

ইউক্রেনের পুরো লুহানস্ক দখলের দাবি রাশিয়ার

‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিলেন ধোনি!

‘জুলাই শহিদ স্মৃতি বৃত্তি’ চালু করল জাতীয় বিশ্ববিদ্যালয়