ব্রাজিলে আনচেলত্তি পাবেন স্কালোনির চার গুণ বেশি বেতন

স্পোর্টস ডেস্ক : কার্লো আনচেলত্তি ফুটবল বিশ্বে ইতিহাসের অন্যতম সেরা কোচ। সেই আনচেলত্তিকে কোচ করে আনতে ব্রাজিল কম চেষ্টা করেনি। সেই ২০২২ সাল থেকে তার পেছনে ঘুরে ঘুরে অবশেষে ২০২৫ সালে দলটা কোচ হিসেবে পেল ইতালিয়ান এই কোচকে। আগামী ২৬ মে সেলেসাওদের দায়িত্ব কাঁধে তুলে নেবেন আনচেলত্তি।
তাকে পেতে অবশ্য ব্রাজিল বিশাল অঙ্ক নিয়েই মাঠে নেমেছিল। সিবিএফ তাকে কোচ হিসেবে প্রতি বছর দেবে ১০ মিলিয়ন ইউরো। এর সঙ্গে তার জন্য অপেক্ষা করছে পারফর্ম্যান্স বোনাসও। ২০২৬ বিশ্বকাপ জিতে গেলে তিনি পাবেন ৫ মিলিয়ন ইউরোর বোনাস। এমনকি সেমিফাইনালে উঠলেও বেতন যাবে বেড়ে। আনচেলত্তির এই বেতন কতটা বেশি, সেটা জানতে হলে চোখ রাখতে হবে অন্য কোচেদের বেতনের ওপর। জাতীয় দলের কোচেদের বেতনের পরিমাণটা কমই থাকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির বেতনটাই দেখুন।
ফিন্যান্স ফুটবল নামের একটি ম্যাগাজিনের ভাষ্য, স্কালোনি বছরে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন থেকে পান মোটে ২.৬ মিলিয়ন ইউরো। সে হিসেবে আনচেলত্তি তার ৪ গুণ বেশি অর্থ আয় করবেন ব্রাজিলে থাকার সময়ে। এখানেই শেষ নয়। বেতন-বোনাসের বাইরেও উপরি পাওনা আছে আনচেলত্তির জন্য। রিও ডি জেনিরোয় আনচেলত্তি থাকবেন যে অ্যাপার্টমেন্টে, সেটা হবে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট। তার পুরো অর্থ বহন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
আরও পড়ুনতিনি বিদেশ ভ্রমণের জন্য সিবিএফের কাছ থেকে পাবেন একটি প্রাইভেট জেট। আনচেলত্তি পাবেন একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমাও। সঙ্গে একটি জীবন বিমাও পাবেন তিনি। আনচেলত্তি ব্রাজিল দলের কোচ হিসেবে প্রথম প্রকাশ্যে আসবেন আগামী ২৬ মে। সেদিন ব্রাজিলে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এরপর তিনি পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলও ঘোষণা করবেন।
মন্তব্য করুন