শিল্পী সমিতি নিয়ে অমিত হাসানের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। অভিনয়ের পাশাপাশি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। সেই সমিতির বর্তমান অবস্থা নিয়ে প্রকাশ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।
সোমবার (১২ মে) ফেসবুক স্ট্যাটাসে অমিত হাসান লেখেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’ তার এই পোস্টে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্রাঙ্গনের অনেক সিনিয়র তারকা। ওমর সানী মন্তব্যের ঘরে লেখেন, ‘একদম সত্যি, ভালো বলছিস।’
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমিত হাসান বলেন, ‘সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত। আমাদের নিয়ে কেউ ভাবছে না, আমাদের জন্য গল্প লেখা হচ্ছে না। আমি, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ-কোনো সিনেমায় নেই। এমনকি আমাদের জুনিয়ররাও বেকার হয়ে গেছে। বাপ্পি চৌধুরী, সায়মন সাদিকরাও কাজ পাচ্ছে না। তাহলে এই শিল্পী সমিতিতে যাবে কে? এফডিসিতে শুটিং থাকলে শিল্পীরা আসবেন সমিতিতে। এখন সেটাও নেই।’ বর্তমান নেতৃত্বের দিকে অভিযোগের তির ছুঁড়ে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই। সভাপতি মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক ডিপজল-দুজনই মাসের পর মাস দেশের বাইরে। এভাবে তো কোনো সংগঠন চলতে পারে না।’
পুরোনো দিনের উদাহরণ টেনে অমিতাভ হাসান বলেন, ‘রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মাহমুদ কলির মতো গুণী শিল্পীরা যখন নেতৃত্বে ছিলেন, তখন শিল্পীরা আসতেন, দেখা করতেন, আড্ডা দিতেন। শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতেন, সমিতিতে কে আছে। এখন এসব কিছুই নেই। এফডিসি’র শিল্পী সমিতি আজ প্রাণহীন।’
মন্তব্য করুন