ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

কানের পথে আদনান আল রাজীব, শুভ জন্মদিন

আদনান আল রাজীব বাংলাদেশে এই সময়ের অন্যতম মেধাবী, গুনী বিজ্ঞাপন নির্মাতা।

অভি মঈনুদ্দীন ঃ আদনান আল রাজীব বাংলাদেশে এই সময়ের অন্যতম মেধাবী, গুনী বিজ্ঞাপন নির্মাতা। কিছুদিন আগে তিনি ‘আলী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এবারের ‘কান চলচ্চিত্র উৎসব’এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তাঁর পরিচালিত সিনেমা ‘আলী’। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট।

গত ২৫ এপ্রিল বিকেলে অফিশিয়াল ওয়েবসাইটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করে কান উৎসব কর্তৃপক্ষ। এবারই প্রথম কান উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ছবি জায়গা করে নিয়েছে। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ আসর। আগামী ১৩ থেকে ২৪ মে টানা ১২দিন ৭৮’তম কান উসব অনুষ্ঠিত হবে ফ্রান্সের কানে।

জানা যায় সাড়ে চার হাজার চলচ্চিত্র থেকে আদনান আল রাজীবের ‘আলী’ নির্বাচিত হয়েছে। মিডিয়াতে আদনান আল রাজীবের যাত্রা শুরু নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। তার সঙ্গে সাত বছর কাজ করার পর ‘ভুত বলে কিছু নেই’ নামের একটি নাটক নির্মাণ করেন। তবে এই নাটকটি প্রচারে আসেনি।

রাজীব প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেন ‘ওয়েস্টার্ণ মানি এক্সচেঞ্জ’এর বিজ্ঞাপন। প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেই নির্মাতা হিসেবে বেশ প্রশংসা কুঁড়ান তিনি। এরপর থেকে আজ অবধি রাজীব পাঁচ শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন বলে তিনি জানান। তবে তার নির্মিত বিজ্ঞাপন প্রথম অভূতপূর্ব সাড়া ফেলে মনোজ প্রামাণিক ও আজমেরী আশাকে নিয়ে নির্মিত ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র প্রমোশনাল বিজ্ঞাপনটি। আদনান আল রাজীব নির্মিত নাটক প্রথম প্রচারে আসে ‘লাকি থার্টিন’। এই নাটকটি আদনান আল রাজীব ও রেদওয়ান রনি দুজনে মিলে নির্মাণ করেছিলেন। এরপর আদনান ‘উচ্চতর পদার্থ বিজ্ঞান’,‘ ‘পার্শ্ববর্তী প্রেম নিবেদন’,‘ বিকেল বেলার পাখি’,‘ ইউটিমার’সহ আরো বেশ কিছু নাটক নির্মাণ করেছেন।

আরও পড়ুন

তবে রাজীব বিজ্ঞাপন নির্মাণ করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাজীবের বাবা বাসেদুল আলম, মা সাবেকুন্নাহার। তার দুই বোন অতশী ও ইচ্ছা। এদিকে আজ আদনান আল রাজীবের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে বেশি উচ্ছ্বাস নেই তার। কারণ গতকাল ও আজ তিনি একটি নতুন বিজ্ঞাপনের কাজ নিয়েই ব্যস্ত। আগামীকাল কান উৎসবে যোগ দেবার লক্ষ্যে রওয়ানা হবেন। একজন নির্মাতা হিসেবে সমাদৃত আপনি, ব্যক্তি জীবনেও আপনি বেশ সুখী-সবাই বলে আপনি একজন পারফেক্ট মানুষ, কেমন লাগে সবার কাছ থেকে এমন কথাগুলো শুনতে?

জবাবে আদনান বলেন,‘ সত্যি বলতে কী আমি আমার কাজে ভীষণ সৎ। প্রতিটা কাজই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। একটি কাজ শেষে পরবর্তী কাজটা আরো কতো ভালো করা যায় সেই ভাবনাটাই থাকে আমার মাঝে। আর পরিবারও আমার কাছে গুরুত্বপূর্ণ। পরিবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি মনেকরি আমি যখন যেখানে যা করবো বিপরীতে তার রিফ্লেকসনই আসবে। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, অমিতাভ রেজার নির্দেশনায় আদনান ও রাখি ‘সেলন গোল্ড টি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

অবশেষে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী