নওগাঁর সাপাহারে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সরকারি খাদ্যগুদামে ২০২৫এর অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্সক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্যবিভাগ সাপাহারের আয়োজনে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে উপস্থিত থেকে এই বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাপাহার খাদ্য গুদাম চত্বরে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোসা: শাহনাজ পারভীন, গুদাম কর্তৃপক্ষ খাদ্য পরিদর্শক মোসা: সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপি নেতা সাবেক পাতাড়ী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা যুবদণের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা আম আড়ত সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে সাপাহার খাদ্যগুদামে সরকারিভাবে ৩৬টাকা কেজি দরে ৪১৯ মে.টন ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য পরিদর্শক সুলতানা রাজিয়া জানিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1763580508.jpg)


