নওগাঁর রাণীনগরে এবার চুরি হলো দরিদ্র বৃদ্ধের তিনটি গরু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এবার দরিদ্র বৃদ্ধের গোয়াল ঘর থেকে একমাত্র সম্বল তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের জসিম উদ্দীনের ছেলে দরিদ্র বৃদ্ধ নাসির উদ্দীন মন্ডলের গোয়াল ঘর থেকে গরু তিনটি চুরি হয়। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে গত ৮ দিনে ১০ টি গরু চুরির ঘটনা ঘটল।
বৃদ্ধ নাসির উদ্দীন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার একমাত্র সম্বল তিনটি গরু বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান তিনটি গরুই গোয়াল ঘর থেকে চুরি হয়ে গেছে। গরু তিনটির মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানান তিনি। তিনি বলেন, বাড়ির ভিটে এবং ওই তিনটি গরু ছাড়া তার কোন সম্বল নেই। গরুগুলো লালন পালন করে যে আয় হয় তা দিয়েই সংসার চলতো। অথচ চোরেরা একমাত্র সম্বল গরু তিনটিই চুরি করে নিয়ে গেলো।
এর আগে গত বুধবার রাতে উপজেলার জলকৈ গ্রামের জাহিদুল ইসলাম আলেমের একটি, ৩ মে রাতোয়াল গ্রামের মজিবুর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের চারটি এবং গত ৩০ এপ্রিল গুয়াতা গ্রামের সিদ্দিক তালুকদারের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় থানা পুলিশ কাউকে গ্রেফতার এবং চুরি হওয়া গরুগুলো এখনো উদ্ধার করতে পারেনি।
আরও পড়ুনরাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, শিয়ালা গ্রামে গরু চুরির ঘটনায় সেখানে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন



_medium_1762181685.jpg)
_medium_1762181354.jpg)



_medium_1759923065.jpg)

