জামালপুরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ১২ জনকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক: জামালপুরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগের ১২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৯ মে) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার বারুয়ামারী এলাকার সাইফুল ইসলাম, আমির হামজা, শ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেন স্বপন, শেখ ফরিদ, শাহ আলম, পৌর শহরের কাচারী পাড়া এলাকার আরমান কাজী, পালপাড়ার রফিকুল ইসলাম, এবং মনিরাজপুর বটতলার হৃদয় হাসান, রানাগাছা ইউনিয়নের আব্দুল হাকিম, দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খলিলুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় অভিযান চালিয়ে ১২ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনজামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, গ্রেপ্তার ১২ জনের মধ্যে ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান। ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন