রংপুরের পীরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ব্যবসায়ীকে মোটরসাইকেলসহ আটক করেছে। গত বুধবার রাতে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ রাস্তায় এ অভিযান পরিচালিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক আসার গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম টহল পুলিশ নিয়ে খালাশপীর-নবাবগঞ্জ রাস্তার কাচঁদহ ব্রিজের সন্নিকটে অবস্থান নেন। এ সময় দিনাজপুরের নবাবগঞ্জ থেকে পীরগঞ্জের দিকে আসা হেরোইন ব্যবসায়ী মালেক মিয়াকে (৩০) মোটরসাইকেলসহ আটক করেন।
এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যের ৮ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জুনিদেরপাড়া গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে।
এ ব্যাপারে ওসি শফিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আর পীরগঞ্জকে মাদকমুক্ত করতে এসপি স্যারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1764011582.jpg)






