ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৮ মে, ২০২৫, ১০:০১ রাত

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে আটক ১০

সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে আটক ১০, ছবি সংগৃহীত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ ব্যাটালিয়ন চাপসার বিওপি’র নায়েক সুবেদার হাবিবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাাসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ভারতে প্রায় আট মাস ধরে অবস্থান করে ভারতের রাজস্থানে শ্রমিকের কাজ করতেন। ভারতে যুদ্ধের কারণে তারা প্রাণভয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা হলেন-জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)। তারা সবাই দিনাজপুরের বাসিন্দা। আটককৃতদের হরিপুর থানায় নিয়ে আশা হয়েছে।

আরও পড়ুন

হরিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক করতোয়াকে বলেন, আটককৃতদের ব্যাপারে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-২ আসনে বিএনপি নেতার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

রাকসু জিএস’র চিকিৎসার জন্য উপাচার্যকে ছাত্রদলের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাবনার ঈশ্বরদীতে চিরকুট লিখে নবজাতককে রেখে গেলেন মা

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল গত বছরে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত শতাধিক

জানা গেল রমজান শুরু কবে