ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

চবিতে পরীক্ষামূলক ই-কার চালু

চবিতে পরীক্ষামূলক ই-কার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামী ১৩, ১৪ ও ১৫ মে এই তিন দিন ক্যাম্পাসে ৪টি ই-কার পরীক্ষামূলকভাবে চলবে।

গতকাল বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন সিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৫ মে পরীক্ষামূলকভাবে তারা ক্যাম্পাসে ই-কার চালাবে। এরপর শিক্ষার্থীদের রিভিউ নিবো। রিভিউ ভালো হলে তাদের সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় যাওয়া হবে। চুক্তি হলে আগামী জুনে ২০টি ই-কার নিয়ে পুরোদমে চালু হবে এই সার্ভিস।’

‘এ কার চলবে ক্যাম্পাসের অভ্যন্তরেই’ এমনটা জানিয়ে অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসের অভ্যন্তরেই চলবে এই ই-কার। সর্বোচ্চ ভাড়া হবে ১৫ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা। রক্ষণাবেক্ষণসহ যাবতীয় দায়িত্ব ওই প্রতিষ্ঠানের থাকবে। আমরা রাখার জায়গা এবং চার্জিং পয়েন্টের সুবিধা দিবো।’

আরও পড়ুন

উপ-উপাচার্য আরও বলেন, ‘‘গ্রিন ক্যাম্পাস তৈরির জন্য সবাইকে অনুপ্রাণিত করতে এই গাড়িগুলো চালু হবে। প্রতিষ্ঠানটি চবির প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। তাই এটাকে শতভাগ ব্যবসায়িক উদ্দেশ-সম্পর্কিত বলা যায় না। অনেকটা ‘নো প্রফিট, নো লস’ বা সোশাল বিজনেসের মতো।’’

তিনি বলেন, ‘ক্রমে ভাড়া প্রদানের বিষয়টিও ডিজিটালাইজ করে কার্ডের মধ্যে আনার পরিকল্পনা আছে। পাশাপাশি রিকশাচালকদের এই কার চালানোর প্রশিক্ষণ দেওয়া হতে পারে। যাতে রিকশা শতভাগ বন্ধ করে ই-কারনির্ভর হওয়া যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাক্টর-ট্রলির সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত  

দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু ব্যস্ততা বেড়েছে গৃহিণীদের

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাক-ভারত যুদ্ধে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে