ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ময়মনসিংহে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।
মো. ইদ্রিস আলী জেলার ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানা ওসি মো. আক্তার হোসেন জানান, ইদ্রিস আলীর কোন সন্তান নেই। স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এমতাবস্থায় গত এক বছর ধরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরইমধ্যে তিনি স্ট্রোক করেন। মানসিকভাবেও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে পাটগুদাম এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের নিচে পড়ে যান। এতে মাথা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মন্তব্য করুন