ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মুন্সিগঞ্জের বাস চাপায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত

মুন্সিগঞ্জের বাস চাপায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত

নিউজ ডেস্ক:  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় বাস-অ্যাম্বুলেন্সে সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে পড়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের চাকা সংস্কার করছিলেন চালক। এসময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয় এবং অ্যাম্বুলেন্সের আরোহীদের চাপা দেয়। বাসের চাপায় অ্যাম্বুলেন্সে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও সাতজন। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকীদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাদের দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ ও বিচার নিশ্চিতের দাবি

চবিতে পরীক্ষামূলক ই-কার চালু

ফেনীতে ট্রেনের ধাক্কায় এক শিক্ষক নিহত

গাধারা কি সত্যিই বোকা ?

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান  

গরমে ত্বকের জন্য বরফ কি উপকারি ?