ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে, ছবি: সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় আগামী ২৭ মে ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।এর আগে এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে দ্বিতীয় দিনের মতো এটিএম আজহারুল ইসলামের শুনানি শুরু হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন এড. মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন এড. রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জোবায়ের, এড. মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ জামায়াত নেতারা।

তারও আগে, বুধবার (৬ মে) মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আপিল বিভাগ। গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সাথে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তার পরের দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলে আদালত।

আরও পড়ুন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। পরে আপিল বিভাগ রিভিউ এ লিভ দিয়ে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

১৯ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়

গ্লোবাল সুপার লিগে শিরোপা খোয়ালো রংপুর 

আজ শনিবার রাত আটটা পর্যন্ত গোপালগঞ্জে ‘কারফিউ’ শিথিল

সমাবেশ শুরুর আগেই পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবিতে ইবিতে টর্চলাইট মিছিল করেছে ছাত্রশিবির