ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সাবেক পৌর মেয়র ও আ’ লীগ নেতা মোখলেসুর ৭ দিনের রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জ সাবেক পৌর মেয়র ও আ’ লীগ নেতা মোখলেসুর ৭ দিনের রিমান্ডে। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোখলেসুর রহমানকে ২০২৪ সালের ৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানা লুটের মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৭ মে) বিকেলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে (আমলি আদালত-সদর) হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ। আদালত তার ৭ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তিনি গ্রেফতার হন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি-ডিবি) টীম গ্রেফতার অভিযানে সহায়তা করে। আজ বুধবার (৭ মে) সকালে তাকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

মামলার তদন্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মোখলেসুর রহমানের বিরুদ্ধে জেলা যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলা চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ আদালতের মালখানা লুটের ঘটনায় তৎকালীন আদালত পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর সদর থানায় বিশেষ ক্ষমতাসহ দন্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে মোখলেসুর রহমানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ