ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ রোহিঙ্গা আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ভাওয়ালগুড়ি সীমান্তে তিন পরিবারের ১৪ রোহিঙ্গা পুরুষ, নারী ও কিশোর কিশোরীকে আটক করে বিজিবি’র কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
আজ বুধবার (৭ মে) ভোরে উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের নয়ারহাট বাজারের পাশে রাস্তা হারিয়ে ঘোরাফেরা করছিলো রোহিঙ্গার দলটি।

এসময় ফজরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে এদের সন্দেহজনক চলাফেরা দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা রোহিঙ্গা বলে পরিচয় দেয় এবং ভোর রাতে তাদেরকে ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানায়। পরে এলাকাবাসী ১৪ রোহিঙ্গাকে ওই ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাসায় নিয়ে যান।

জাহাঙ্গীর আলম এ ঘটনা জানার পর ভাওয়ালগুড়ি বিজিবি ক্যাম্পে ঘটনাটি জানান এবং বিজিবি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে রোহিঙ্গাদের তাদের কাছে হস্তান্তর করা হয়। কাজের প্রলোভন দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি পক্ষ তাদের এখানে এনেছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত রোহিঙ্গাদের সোনাহাট বিজিবি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

আরও পড়ুন

আটককৃতরা হলো- শহিদুর, তার স্ত্রী ও দুই মেয়ে, জাহিদ আলম, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং মাহমুদুল্লাহ, তার স্ত্রী রুমানা, দুই মেয়ে ও এক ছেলে। এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, রোহিঙ্গা আটকের ঘটনাটি জানতে পেরেছি। তবে এখনও তাদের থানায় আনেনি।

কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, আটককৃতরা সকলেই রোহিঙ্গা। তারা কোথা থেকে কীভাবে এলো তা জিজ্ঞাসাবাদ চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন