ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ আটক ৩

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ আটক ৩

নিউজ ডেস্ক:   কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত  যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরপাড়ার মোহাম্মদ কায়সারের ছেলে আনোয়ার শাকিল (২৪), ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার মমিনুল হকের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন (২৭) এবং শহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত মঞ্জুর আলমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।

মঙ্গলবার (৬ মে) ভোর ৬টার দিকে যুবলীগের ব্যানারে মিছিল হয়। এতে নেতৃত্বে দেন কক্সবাজার যুবলীগের কর্মী মোনাফ সিকদার।

আরও পড়ুন

কক্সবাজার মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, পুলিশের নজর এড়িয়ে যুবলীগের ব্যানারে ডলফিন মোড় থেকে সুগন্ধা পর্যন্ত মিছিল করেন কয়েকজন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

“আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই”

বুধবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা