ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মেহেরপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের কাছে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)।

এ ঘটনায় আহত হয়েছেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা নামের আরও তিন নারী।

বুধবার (৭ মে) ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা।

আরও পড়ুন

এর আগে রাত ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আক্তার বানু মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতের দিকে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

 
 

ওসি বানী ইসরাইল জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন। গাংনী উপজেলার শুকুরকান্দি নামক ওই স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেই মাইক্রোবাস। এতে এই হতাহতের ঘটনা ঘটে। চালক জামাল উদ্দিন মাইক্রোবাসটির মালিক।

নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি বানী ইসরাইল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ