কুড়িগ্রামের ভূূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

ভূূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় বাক প্রতিবন্ধী এক বৃদ্ধা নিহত হয়েছে। মৃত ওই বৃদ্ধার নাম করিমন বেওয়া (৮০)। গতকাল সোমবার রাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সোমবার রাতে কালাচান মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। পরে এলাকাবাসী থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে গ্রামবাসীর কাছে লাশ হস্তান্তর করে।
আরও পড়ুনভূরুঙ্গামারী থানার ওসি হেলাল মাহমুদ জানান, এব্যাপারে একটি মামলা হয়েছে এবং ঘাতক অটো চালককে শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন