ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫শ’ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় মো. আকতারুজ্জামান ওরফে আখতার (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সেই সাথে তাকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত আখতার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর চুলংপাড়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. রেজাউল করিম বলেন, ২০২০ সালের ২০ এপ্রিল ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নিজ বসতবাড়ি থেকে ১ কেজি ৫শ’ গ্রাম হেরোইনসহ আটক হন আখতার। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান।

আরও পড়ুন

২০২০ সালের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার আদালতে চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে গতকাল মঙ্গলবার আখতারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. মোল্লা হাসান শরিফ সনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বৈধ প্রার্থী ১১৭

বগুড়ার শেরপুর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন

বগুড়া মন্ডল নিউ মার্কেটে ফের দোকান জবর দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

বগুড়ায় রক্ত দিয়ে ফিরে রক্তাক্ত হলেন ছাত্রদল নেতা ও তার বাবা

উপাচার্যের অপসারণ দাবিতে ববির প্রশাসনিক ভবনে তালা

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে চালকের মৃত্যু