ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

আঞ্চলিক শান্তির জন্য জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন অপরিহার্য : পাকিস্তান

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার।, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যু দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ এবং এর সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারতের কর্মকাণ্ডে যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তা নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানান আসিম ইফতিখার। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আসিম ইফতিখার বলেন, কাশ্মীর ইস্যুই পাকিস্তান ও ভারতের মধ্যে মূল দ্বন্দ্ব এবং এটি অবশ্যই কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সমাধান করতে হবে। কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কাশ্মীরিদের অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

ইফতিখার কাশ্মীরে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেন। পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে, পেহেলগামের ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এই ঘটনার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত। রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এছাড়া ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তিনি তীব্র উদ্বেগ প্রকাশ করেন আসিম ইফতিখার। তিনি বলেন, আঞ্চলিক শান্তির জন্য জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন ভাই, গণধোলাই খেলেন প্রধান শিক্ষক 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা

স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ

সুন্দরবনের অস্ত্রসহ করিম শরীফ দস্যু বাহিনীর দুই সদস্যকে আটক

চাঁদপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী