গোপালগঞ্জে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: গোপালগঞ্জে প্রশাসনিক ভবনে তালা দিয়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচির আয়োজন করে। এর আগে গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ চত্বরে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এসময় দাবি আদায়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
কর্মসূচিতে বক্তব্য দেন- গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তমা সেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার, নিপা আক্তার ও প্রথম বর্ষের শিক্ষার্থী চন্দ্রা মজুমদার।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও তাদের দাবি মানা হচ্ছে না। যে কারণে কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কম্পিলিট শার্টডাউন কর্মসূচি পালন করেছেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে।
গোপালগঞ্জ নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ গীতা রানী বিশ্বাস বলেন, “আন্দোলন শুধু গোপালগঞ্জে নয়, সারা বাংলাদেশে হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা (শিক্ষার্থী) আন্দোলন করেছে। আজ তার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে, তারপরেও আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে যাতে তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। যেহেতু সারা বাংলাদেশেই আন্দোলন হচ্ছে, তাই আমাদের কিছুই করার নেই। আমাদের কাজে কোনো সমস্যা হচ্ছে না।”
মন্তব্য করুন