ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সাড়ে তিন ঘণ্টা পর সচল ‘বনলতা এক্সপ্রেস’ 

সাড়ে তিন ঘণ্টা পর সচল ‘বনলতা এক্সপ্রেস’, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন সাড়ে তিন ঘণ্টা পরে রাজশাহী থেকে যাত্রা শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বনলতা এক্সপ্রেসের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতির ঘটনা ঘটে। বগিটি অবশ্য উল্টে যায়নি। এতে কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ছাড়া এই সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় অনেক যাত্রী প্ল্যাটফরমে অপেক্ষা করতে থাকেন। পরে বগিটি তোলার পর সকাল সাড়ে ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করে। 

আরও পড়ুন

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম বলেন, ‘টুলভ্যানের মাধ্যমে লাইনচ্যুত হওয়া বগিটি তোলা হয়। পরে সকাল সাড়ে ১০টায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।’ তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়। অনেক যাত্রী টিকিটের টাকা রিফান্ড করে অন্য গাড়িতে চলে গেছেন। অনেকে আবার অপেক্ষায় ছিলেন। বগি উঠলে তারা বনলতা এক্সপ্রেসেই ঢাকায় যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১