ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে বসতবাড়ি কেটে অবৈধভাবে কাঁচা রাস্তা প্রশস্ত করার অভিযোগ

বগুড়ার ধুনটে বসতবাড়ি কেটে অবৈধভাবে কাঁচা রাস্তা প্রশস্ত করার অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ক্ষুদ্রপীরহাটি গ্রামে বেসরকারি এক চাকরিজীবীর বসতবাড়ি কেটে অবৈধভাবে কাঁচা রাস্তা প্রশস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার (৩০ এপ্রিল) ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্রপীরহাটি গ্রামের মনছের আলীর ছেলে সেজাব উদ্দিনের বসতবাড়ির পাশে সরকারি রাস্তা কাঁচা রয়েছে। সেজাব উদ্দিন চাকরির সুবাদে শেরপুর শহরে অবস্থান করেন। তিনি বাড়িতে না থাকার সুযোগে ২৮ এপ্রিল একই গ্রামের শাহীন আলম, রমজান আলী ও তাদের লোকজন অবৈধভাবে তার বসতবাড়ি কেটে সরকারি কাঁচা রাস্তা প্রশস্ত করেছেন।

এতে ওই বাড়ির ক্ষতি হয়েছে। এ ঘটনায় সেজাব উদ্দিন বাদি হয়ে শাহীন আলম ও রমজান আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে শাহীন আলম বলেন, সেজাব উদ্দিন দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা দখল নিয়ে বাড়ি করেছেন। ওই রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা হওয়ায় গ্রামবাসী মিলে রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করা হয়েছে। তবে এ কাজের জন্য সরকারি কোন অনুমতি নেওয়া হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে ধুনট থানার এসআই শামীম হোসেন বলেন, সেজাব উদ্দিনের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া এফিডেভিটে স্কুলছাত্রীকে বিয়ের অভিযোগ

৯টি যানবহনের জরিমানা বনানীতে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট

টাঙ্গাইলে অশালীন আচরণের অভিযোগে প্রধান শিক্ষককে ‌‘জুতাপেটা’

নওগাঁর রাণীনগরে তালা কেটে দুটি গরু চুরি

সাভারে  স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী গ্রেপ্তার

গাইবান্ধার মহিমাগঞ্জে বদলি পরীক্ষকের জেল চার শিক্ষককে অব্যাহতি ও তিন পরীক্ষার্থী বহিষ্কার