ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ীর বাড়িতে চুরি

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ীর বাড়িতে চুরি। প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কাঠের ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে চুরি করার অভিযোগ উঠেছে। উপজেলার চৌমুহান গ্রামের মো. মামুন হোসেনের বাড়িতে দিনের বেলায় গতকাল মঙ্গলবার ১০টার দিকে এ চুরি সংঘটিত হয়েছে মর্মে থানায় অভিযোগ করা হয়েছে। মামুন হোসেনের জোনাইল বাজারে কাঠের ফার্নিচারের কারখানা রয়েছে।

মামুন হোসেন ও এলাকাবাসী জানান, মামুন হোসেন সকাল ৯টার দিকে জোনাইল বাজারে কাঠের ফার্নিচারের কারখানায় ও তার স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে জোনাইল সেন্ট লুইস স্কুলে যায়। ওই সময় বাড়ির গেট ও ঘরের দরজা তালাবদ্ধ না করে তার বৃদ্ধ মাতা প্রতিবেশীর উঠানে ভুট্টা শুকানোর জন্য যায়।

এ সুযোগে চোর ছিটকানি ও শিকল খুলে সহজেই বাড়িতে ও ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে ৯০ হাজার টাকা ও ২ লক্ষাধিক টাকা মূল্যের রৌপ্য ও স্বর্ণালঙ্কার চুরি করে। স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে এক জোড়া দুল, ২টা আংটি, হাতের চুড়ি এক জোড়া, গলার চেইন ১টা। এছাড়াও রয়েছে রৌপ্যলঙ্কার।

আরও পড়ুন

চুরির সময় প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে এসে মামুন হোসেনের মা দেখে ঘরের মধ্যে চোর। তিনি ভিত হয়ে চিৎকার দিতেই এক চোর তাকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। বৃদ্ধ মাতা মেঝেতে পড়ে কাতরাতে থাকে। তার কাতরানোর শব্দে এগিয়ে আসে প্রতিবেশীরা। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় বাড়িটিতে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্যান্দাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ