ক্ষেতের ধান জড়ো করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক: যশোরের শার্শা উপজেলার বেড়ী-নারায়ণপুর গ্রামে বৃষ্টির মধ্যে ক্ষেতের ধান জড়ো করছিলেন কৃষক আমির হোসেন (৪০)। এ সময় বজ্রপাতে ক্ষেতেই প্রাণ হারিয়েছেন তিনি।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে তিনি এ বজ্রপাতের শিকার হন।
নিহত আমির হোসেন শার্শা উপজেলার বেড়ী-নারায়ণপুর গ্রামের কোরমান আলীর ছেলে। ওই গ্রামেই ধানের ক্ষেতে তিনি বজ্রপাতে মারা যান।
আরও পড়ুনশার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, খবর শুনে বিকালে নিহত ওই কৃষকের বাড়িতে যাওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বজ্রপাতের সময় সকলকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন নির্বাহী কর্মকর্তা।
মন্তব্য করুন