ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নড়াইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নড়াইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

নিউজ ডেস্ক:   ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা টাটা হাওয়া ভাটা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু সন্তান হাবিবা খানম (৩) নিহত হয়েছে। এ সময় হাবিবার বাবা ও ভাই গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পার-করফা গ্রামে। 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার পার করফা গ্রামের নূর ইসলাম ছেলে সাজ্জাদ ও শিশু কন্যা হাবিবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে বাড়ি ফিরছিলেন। তারা ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের কালনা টাটা হাওয়া ভাটার কাছে পৌঁছালে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে শিশু হাবিবা ছিটকে পড়ে। নূর ইসলাম ও তার ছেলে সাজ্জাদও গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক শিশু হাবিবাকে মৃত্যু ঘোষণা করেন। আর বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

আরও পড়ুন

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বাসের চালককে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ টাকা রিকশা ভাড়ার জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

অভিযানে গিয়ে মাদককারবারিদের হামলায় আহত ৫ ডিবি পুলিশ

"আমি এখানে কারো নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি"

মেঘনায় গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা