ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চ্যাম্পিয়নস লিগের বার্সা-ইন্টার ম্যাচ নিয়ে শঙ্কা

চ্যাম্পিয়নস লিগের বার্সা-ইন্টার ম্যাচ নিয়ে শঙ্কা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : স্পেন ও পর্তুগালে ভয়াবহ ও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে প্রায় অচল করে দিয়েছে। এই সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ফুটবল অঙ্গনে চ্যাম্পিয়নস লিগের বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্পেনজুড়ে ট্রেন চলাচল, বিমান যাত্রা এবং হাসপাতালসহ জরুরি সেবাসমূহ গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ইতালির ক্লাব ইন্টার মিলানের নির্ধারিত মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বার্সেলোনার হোম গ্রাউন্ডে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ বার্সেলোনা ও ইন্টার মিলানের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চলমান বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতি স্বাভাবিক না হলে ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রবল শঙ্কা দেখা দিয়েছে এবং তা স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ সংকটের কারণে ক্রীড়াঙ্গনের আরও এক বড় ইভেন্ট, মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টেও পড়েছে প্রভাব। গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির মধ্যকার একটি ম্যাচ দ্বিতীয় সেটের মাঝপথে স্থগিত হয়ে যায় এবং পরে পুরো দিনের খেলাই বাতিল ঘোষণা করে আয়োজকরা। এর আগে, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা থাকলেও, ফ্লাইট জটিলতার কারণে তিনি দুপুরের আগে যাত্রা শুরু করতে পারেননি।

আরও পড়ুন

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এখনও আনুষ্ঠানিকভাবে ম্যাচটি নিয়ে কিছু ঘোষণা করেনি। তবে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, পরিস্থিতির উন্নতি না হলে চ্যাম্পিয়নস লিগের এই হাইভোল্টেজ  সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতের সময় নিরাপদ থাকতে যা করবেন

রংপুরের বদরগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি

রংপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ

দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

মাধবপুরে মরিচের বস্তার ভেতর মিলল গাঁজা ,২ কারবারি গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়িতে এলজিইডি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযান