ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘোড়ার মেলা শুরু

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘোড়ার মেলা শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে ২শ’ বছরের বেশি সময়ের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা। এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া নিয়ে এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা। মেলাকে কেন্দ্র করে পসরা সাজিয়ে বসেছে হরেক রকম মুখোরচক খাবারের দোকান, শিশুদের জন্য চড়কি ও খেলনার দোকান। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

গতকাল শনিবার দুপুর ১টায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী এলাকায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সরেজেমিনে গিয়ে দেখা যায়, ঘোড়ার মেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে বসেছে গ্রামীণ মেলা। গ্রামীণ এ মেলায় পসরা সাজিয়ে বসেছে হরেক রকম মুখরোচক খাবারের দোকান, কসমেটিক্সের দোকান ও শিশুদের জন্য খেলনার দোকান।

মেলায় আগতদের বিনোদনের জন্য দোলনা, নাগরদোলা, সার্কাস ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। এতে সব বয়সী নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটছে। দর্শনার্থীদের মধ্যে পুরুষের পাশাপাশি কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া ব্যবসায়ীরা এসেছেন। মেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ সার্বক্ষণিক নজরদারি রাখছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন কর্তৃক অনুমোদনপ্রাপ্ত এই ঘোড়ার মেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সেদিকে উপজেলা প্রশাসন থেকে সার্বিক নজরদারি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিলো কার্গো প্লেন

বগুড়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

চলনবিলে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

বগুড়ার কাহালুতে ৩ জন গ্রেফতার

সড়ক সংস্কার হয়নি দীর্ঘদিন ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতেই পথচারীদের চরম দুর্ভোগ

বগুড়ার শেরপুরে সন্ত্রাসী হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ ৩ জন আহত