রাজশাহীতে অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবা থানা থেকে ২১৪ বোতল অ্যালকোহলসহ আলাউদ্দিন (৫৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আলাউদ্দিন রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকার বাসিন্দা। র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল গত শুক্রবার রাত সাড়ে ৯ টায় পবার শিরোলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, অভিযানে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। আলাউদ্দিন দীর্ঘদিন ধরে অ্যালকোহল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন