দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে এগিয়ে আসতে হবে- ওবায়দুর রহমান চন্দন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। সেই কাঙ্খিত গণতন্ত্র ফিরে এনে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি দেশ পরিচালনা করার সুযোগ পেলে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতার বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেলে ক্ষেতলাল পৌর বিএনপির আয়োজনে মালিপাড়া মহল্লায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনএ সময় বক্তব্য রাখেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফিউল হাদী মিঠু, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল প্রমুখ।
মন্তব্য করুন