বগুড়ার কাহালুতে মসজিদের ব্যাটারি চুরির সময় চোর আটক
 24 .04.2025 MAICK_original_1745508663.jpg)
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে মসজিদের মাইকের ব্যাটারি চুরির সময় জনতার হাতে ধরা পড়েছে এখতিয়ার (৩২) নামের এক চোর। পরে তাকে কাহালু থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার পাইকড় ইউনিয়নের তাড়াতগাড়ি গ্রামে। আটক ব্যক্তি কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
জানা গেছে, ঘটনার দিন চোর এখতিয়ার তাড়াতগাড়ি গ্রামে মসজিদের ভিতরে প্রবেশ করে মাইকের ব্যাটারি চুরির সময় গ্রামের লোকজন হাতেনাতে তাকে ধরে ফেলে। এরপর তাকে কাহালু থানার পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কোর্টে প্রেরণ করে।
আরও পড়ুনমন্তব্য করুন