ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির এবং ডা. তাসনিম জারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে—ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে।

নোটিশে বলা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও, যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন এবং বিভ্রান্তিকর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করে সমাজে পারিবারিক ও নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে। এসব কনটেন্টে শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হচ্ছে।

বিশেষভাবে অভিযোগ আনা হয়েছে—ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারা নানা সময়ে সামাজিক মাধ্যমে স্বাস্থ্যপরামর্শের নামে যৌন উত্তেজক ওষুধ, বিশেষ পণ্য এবং পরোক্ষভাবে অশ্লীলতা ও অপসংস্কৃতি ছড়াচ্ছেন। এতে সমাজে অনৈতিক বার্তা ছড়াচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হচ্ছে।

আরও পড়ুন

নোটিশে আরও বলা হয়েছে, এসব ভিডিও ও পণ্যের প্রচারের মাধ্যমে বিদেশি কিছু কোম্পানি এবং দেশীয় চক্র হাজার কোটি টাকা পাচার করছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে বাধ্য।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কাতারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো

শহীদ মিনারে নেয়া হয়েছে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টার নিন্দা জানাল সরকার

নেত্রকোণায় স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাবির সিনেট সদস্য হচ্ছেন  ৫ ছাত্র প্রতিনিধি