ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরে একইমঞ্চে মৌসুমী, সেলিম ও মুন্নী

মৌসুমী, সেলিম ও মুন্নী

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’(বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল’এ একইমঞ্চে (লস অ্যাঞ্জেলস)-এ পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী, গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে ‘বাফলা’ বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য বাংলাদেশ ডে প্যারেড অ্যাণ্ড ফ্যাস্টিভ্যাল-এর আয়োজন করে থাকে।

বাফলা’ এমন একটি ফেডারেশন যার সাথে ২৯টি সংগঠন যুক্ত। বাফলা’র এই আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশী বর্ণাঢ্য প্যারেডে তিন ঘন্টাব্যাপী অংশগ্রহন করে। দুইদিন ব্যাপী এই আয়োজন হয়ে থাকে। আগামী ২৬ ও ২৭ এপ্রিল আমেরিকার মাটিতে দুদিনের এই উৎসবে একটি ছোট্ট বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। সবার আন্তরিক অংশগ্রহনেই তা সম্ভব হয়ে উঠে। বাফলা’র সভাপতি রোশনী আলম ও তার ক্যাবিনেট নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে এবারের আয়োজনকে আরো সফল করে তুলতে। প্রত্যেক সংগঠনই এই আয়োজনকে সফল করে তুলতে আন্তরিক সহযোগিতারও হাত বাড়িয়ে দিচ্ছে।

‘বাফলা’র বাইরে আর কোনো ফেডারেশন এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিবছর উদযাপন করে না। সেদিক দিয়ে ‘বাফলা’ ভীষণভাবে সফল। বর্ণাঢ্য র‌্যালি শেষে দেশের গান দিয়ে আগামী ২৬ অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বের শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহন করবেন। এছাড়াও দিনাত জাহান মুন্নী’সহ আরো বেশ কয়েকজন সঙ্গীত পরিবেশন করবেন।

আরও পড়ুন

আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহন করবেন। মূলত এই আয়োজনের মূল আকর্ষন চিত্রনায়িকা মৌসুমীই। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুনী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘ বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’

মুন্নী বলেন,‘ দীর্ঘদিন ধরে বাফলার আয়োজনে হয়ে আসা এই উৎসবে এর আগেও আমি অংশগ্রহন করেছিলাম। এবারও আমি অংশগ্রহন করছি। সত্যিই অনেক অনেক ভালোলাগার বিষয় এই আয়োজনে একজন শিল্পী হিসেবে গানে গানে দেশকে তুলে ধরার সুযোগ পাওয়াটা। ধন্যবাদ বাফলার সভাপতি’সহ ক্যাবিনেট-এর সকলকে। দেশের বাইরেও আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই আয়োজন বারবার প্রমাণ করে দেশের বাইরেও আমরা একটি পরিবার।’

উল্লেখ্য, এই আয়োজনে আরো গান গাইবেন শফি মণ্ডল, অংকন ইয়াসমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন