কাশ্মীরের ঘটনায় নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টার বার্তা

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই সমবেদনা জানানো হয়।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই।
আরও পড়ুন
মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে একটি রিসোর্টে বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অঞ্চলটির সংঘাতপ্রবণ ইতিহাসে এক নতুন মোড়ের আভাস দিয়েছে।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, কাশ্মীরে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন