ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

রাজশাহীতে ভাই-বোন হত্যাকারীর মৃত্যুদণ্ড

রাজশাহীতে ভাই-বোন হত্যাকারীর মৃত্যুদণ্ড।

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে আপন ভাই ও বোনকে হত্যা মামলায় তরিকুল ইসলামকে (৫২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এ ঘটনা তার বোন আক্তারা জাহান কল্পনা দেখে ফেললে তাকেও শাবল দিয়ে হত্যা করা হয়।

এসময় তরিকুল ভাবিসহ চারজনকে আহত করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তরিকুলকে গ্রেফতার করা হয়। ঘটনার দিনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার বাদি হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একমাত্র আসামি তরিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।

আরও পড়ুন

রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ শামীম আহমেদ জানান, এই মামলায় ১৩ জন সাক্ষির সাক্ষ্য, তথ্য-উপাত্ত, যুক্তি-তর্ক ও শুনানি শেষে আদালত মৃত্যুদণ্ডের এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ