ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে নারীসহ ১৪ দালাল গ্রেফতার

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে নারীসহ ১৪ দালাল গ্রেফতার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেকে) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবে'র অভিযানে নারীসহ ১৪ দালালকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সকলকেই বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে যৌথ মোবাইল কোর্ট।

অভিযানে আটককৃতরা হলেন- মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), মো. আলাল উদ্দিন (৬০), বিজয় দাস (৫০), আকাশ (২৪), সোবাহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাত হোসেন বাবু (৩৫), সাকিব হোসেন আলিফ (২৪), আনিস হোসেন রকি (৩৫), হামিদুল ইসলাম রবিন (৩০), সাদ্দাম (২৯), আসামীদের’কে মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর ধারা-১৮৬ মোতাবেক দোষী সাব্যস্ত করে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং গ্রেফতারকৃত আসামী পারভিন (৩৫), ও মো. আশরাফুল (২৭)-কে যথাক্রমে ১ মাস ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, আমরা প্রায় একমাস গোপনে অনুসন্ধান করে জানতে পারি যাঁরা গ্রাম থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসে, তাদেরকে টার্গেট করে বেসরকারি হাসপাতালে নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আজকে আমরা অভিযান চালিয়ে নারীসহ ১৪ জন দালালকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত করতে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন