নাটোরের বড়াইগ্রামে পুকুর খননের দায়ে ২ মাসের কারাদন্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অবৈধভাবে তিন ফসলী জমিতে পুকুর খননের অভিযোগে খায়রুল ইসলাম নামের এক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুুই মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল ইসলাম এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে বিনা অনুমতিতে চামটা এলাকার কৃষি জমিতে পুকুর খনন করছিল। দন্ডাদেশের টাকা পরিশোধ না করায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন