আমিশাকে নিয়ে হইচই
_original_1745249398.jpg)
বিনোদন ডেস্ক : ঝুলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সে ভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি আমিশা পাটেল। এ বার আমিশাকে নিয়ে হইহই কাণ্ড। নেটপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী নাকি মা হতে চলেছেন।
বলিউডে দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন আমিশা। এক সময় পরিচালক বিক্রম ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ৫০ ছুঁইছুঁই বয়সে এসেও সিঙ্গেল অভিনেত্রী। নিজের শর্তে নিজের জীবন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে যান একান্তে কিছুটা সময় কাটাতে। সেখানে নিজের বিলাসবহুল যাপনের টুকরো ছবি সমাজমাধ্যমে তুলে ধরেন। সেখান থেকেই শুররু হয় বিপত্তি।
একটি ছবিতে অভিনেত্রী পুলের ধারে সবুজ বিকিনি, টুপি ও রোদচশমা পরে শুয়ে আছেন। আর একটি ছবিতে তিনি আইসক্রিম খাচ্ছেন। সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেন, আমিশা কি মা হতে চলেছেন? আর এক জন লিখেছেন, তিনি যে ভাবে নিজের পেট ধরে আছেন, তাতে তো মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।
আরও পড়ুনঅন্য একজন বলেন, তিনি বিয়ে না করেই অন্তঃসত্ত্বা! এই নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি আমিশা।
মন্তব্য করুন