মুন্সীগঞ্জে পুকুরে ডুবানো প্লাস্টিকের বস্তা থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির পাইকপাড়া এলাকায় আলফাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশের একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাইকপাড়ার আলফাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পুকুরে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পুকুরের দক্ষিণ পাশে পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক বলেন, ‘‘ধারণা করা হচ্ছে ৫ আগস্ট থানা থেকে লুট করা এসব গুলি কোনও দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে এই স্থানে লুকিয়ে রেখেছিল। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
মন্তব্য করুন