ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার, চাকু উদ্ধার

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন গ্রেফতার, চাকু উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

স্টাফ রিপোর্টার : বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের কাছে দুটি বার্মিজ চাকু পাওয়া গেছে। 

বগুড়ার নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, গত ১৯ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি ভাটকান্দি  দক্ষিণপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 অপরদিকে এর আগে ১৯ এপ্রিল রাত ৮টার দিকে নারুলি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি বার্মিজ চাকুসহ নাসিম (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে বগুড়া শাজাহানপুর উপজেলার দেচমা গ্রামের মুক্তার হোসেনের ছেলে। আজ তাকেও আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা 

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

বিসিএসের লিখিত পরীক্ষার কারণে জামায়াতের কর্মসূচিতে পরিবর্তন

বগুড়ায় মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশু সহ নিহত ৩ 

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা