ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মাইকিং করে নিখোঁজ সাত ছানার মা বিড়ালকে ফেরত পেলেন যুবক

মাইকিং করে নিখোঁজ সাত ছানার মা বিড়ালকে ফেরত পেলেন যুবক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামে এক যুবক। বিড়ালটির ছোট-ছোট সাতটি বাচ্চা থাকায় সেগুলোকে বাঁচাতে মা বিড়ালটির সন্ধানে তিনি মাইকিং করেন এবং অবশেষে তিনি খোঁজ পেয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাড়ি থেকে বের হয়ে বিড়ালটি হারিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন জায়গায় বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করা হয়। পরে মাইকিং শুনে রোবাবর (২০ এপ্রিল) সকাল ৮টায় বিড়ালটি একজন ফেরত দিয়ে যান।

এসময় মাইকে বলা হয়, দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের এম স্কুল সংলগ্ন মো. শাহরিয়া নামে এক বাসিন্দার বাসা থেকে সাদা রংয়ের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির ছোট-ছোট সাতটি বাচ্চা রয়েছে। এ অবস্থায় যদি মা বিড়ালটিকে খুঁজে পাওয়া না যায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে। আরও বলা হয়, শহরের কেউ যদি ওই বিড়ালটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে মালিক সানাউল্লাহর মোবাইল নম্বরে যোগাযোগ করুন। এদিকে বিড়ালের সন্ধান পেতে মাইকিং শুনে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আবার মাইকে প্রচার করা নম্বরে কল করে মজাও নিয়েছেন। তবে বিবেকের তাড়নায় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর কথা চিন্তা করেই মা বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করছেন বলে জানিয়েছেন সানাউল্লাহ।

আরও পড়ুন

 পোষা বিড়ালটির সন্ধান পেয়ে মো. সানাউল্লাহ মোবাইল ফোনে বলেন, প্রায় দেড় বছর ধরে বিড়ালটিকে আমাদের বাসায় পুষছি। শনিবার দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট-ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পর রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায় মাইকিং করি। আমতলী পৌরসভার পৌর বাস টার্মিনাল এলাকার এক ব্যক্তি কাছে রাতে বিড়ালটি ছিল। তিনি মাইকিং শুনে রাতে ফেরত না দিলেও সকাল ৮টার দিকে আমার সঙ্গে যোগাযোগ করেন। পরে আমি তার কাছ থেকে বিড়ালটিকে নিয়ে আসি। বাচ্চাগুলো এখন স্বাভাবিক ও সুস্থ রয়েছে। তবে যিনি রাতে বিড়ালটিকে পেয়েছিলেন তার পরিচয় গোপন রাখার অনুরোধ করায় সানাউল্লাহ পরিচয় প্রকাশ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লুট হওয়া মালামাল উদ্ধার, চালকসহ আটক ৩

পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাতের সেই দুই তরুণী আটক

পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

স্ত্রীকে হত্যার পর শ্বশুড়কে লাশ নিয়ে যেতে ফোন দিয়ে পালাল স্বামী

সাতক্ষীরায় টিপুর জামিন