ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:৫১ রাত

ফোন চুরি হলে ভয় নেই, গুগলের নতুন ফিচারে মিলবে সমাধান

ফোন চুরি হলে ভয় নেই, গুগলের নতুন ফিচারে মিলবে সমাধান

ব্যবহারকারীর গোপনতা ও ডেটা সুরক্ষায় আরও একধাপ এগিয়ে গেল গুগল। এবার থেকে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন টানা তিন দিন লক অবস্থায় থাকে, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে রিবুট হবে। গত সপ্তাহে গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমে আপডেটটি উন্মুক্ত করা হয়। ফিচারটি ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ বিভাগের অধীনে দেখা যাবে। 

টেকক্রাঞ্চ থেকে জানা যায় নতুন এই ফিচার অ্যাপলের ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচারের অনুরূপ, যেখানে ফোন দীর্ঘ সময় ব্যবহার না হলে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হয়। গুগলের এই আপডেট মূলত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। তবে অ্যান্ড্রয়েড অটো, টিভি এবং ওয়ার ওএস  ব্যবহারকারীরা এখনও এই সুবিধা পাবেন না।

অনেক ব্যবহারকারীর অজান্তেই, ফোন অন করে রাখলে কিছু ডেটা ডিক্রিপ্টেড অবস্থায় থাকে, যেটা সহজেই এক্সেস করা যায়। কিন্তু ফোন রিবুট হলে এটি বিফোর ফার্স্ট আনলক স্টেট-এ ফিরে যায়, যেখানে সমস্ত ডেটা আবার এনক্রিপ্টেড থাকে। ব্যবহারকারী যতক্ষণ না পর্যন্ত নিজের পাসকোড দিয়ে ফোন আনলক করছেন, ততক্ষণ কোনো বায়োমেট্রিক (ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট) কাজ করে না, ফলে ফোনের ডেটা থাকছে সুরক্ষিত।

আরও পড়ুন

এই ফিচার সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। চুরি হওয়া ফোন থেকে তথ্য বের করা কঠিন হবে, একই সঙ্গে চোরের জন্য ফোনটি বিক্রি করাও কঠিন হয়ে পড়বে। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষেও এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, কারণ তারা অনেক সময় ডিভাইস আনলক অবস্থায় থাকার সুযোগ নিয়ে ফরেনসিক তদন্ত চালান।

গুগলের মতে, এটি একটি ভবিষ্যতে চালু হতে যাওয়া অপশনাল ফিচার, অর্থাৎ ব্যবহারকারী চাইলে এটি সক্রিয় করতে পারবেন। তবে কবে থেকে কোন ডিভাইসে এটি চালু হবে—সেই ব্যাপারে এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি গুগল। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দিন দিন গুরুত্ব পাচ্ছে, সেখানে অ্যান্ড্রয়েডের এই স্বয়ংক্রিয় রিবুট ফিচার নিঃসন্দেহে একটি ইতিবাচক সংযোজন। এটি শুধু তথ্য চুরি প্রতিরোধেই নয়, বরং চুরি হওয়া ফোনের গোপনতা রক্ষা করতেও কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে: মির্জা ফখরুল

আ. লীগ আমলে সাংবাদিকতার অবস্থা তলানিতে ছিল : প্রেসসচিব

অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির পক্ষ থেকে সংহতি প্রকাশ

বগুড়ার বাজারেও সেঞ্চুরি পার পেঁয়াজের   

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুনঃ মির্জা ফখরুল

সুন্দরবনে অস্ত্রসহ ‘দুলাভাই বাহিনী’র সদস্য আটক