ভিডিও বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:২০ দুপুর

ময়মনসিংহে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

ময়মনসিংহে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভালুকা- গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) ও ৪ নম্বর ওয়ার্ডের সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে একটি মাইক্রোবাস নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোকেয়া বেগম মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, সিএনজি ও মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজ

লক্ষ্মীপুরে প্রচারণার প্রথম দিনে বিএনপি-জামায়াতের মারামারি, আহত ৪

পল্লীর পুষ্টিহীন মা: ভবিষ্যতের অসুস্থ প্রজন্ম

মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

মাস বদলায়, কিন্তু কৃষকের ঋণ বদলায় না

লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে ভিন্ন পথ ধরবেন মজিবুর মঞ্জু