ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

 চাকরি স্থায়ীকরণের দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক অবরুদ্ধ 

 চাকরি স্থায়ীকরণের দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবরুদ্ধ 

নিউজ ডেস্ক:  চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতনের দাবিতে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজিকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন আউটসোর্সিং ভিত্তিক কর্মচারীরা। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে মুক্তি হন তিনি।

হাসপাতালের আউটসোর্সিং ভিত্তিক কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও, তাদের বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের কোনো পদক্ষেপ  নেয়নি কৃর্তপক্ষ। এ কারণে হাসপাতালের তত্ত্বাবধায়ককে আটকে রাখা হয়।

তত্ত্বাবধায়ককে অবরুদ্ধ করে রাখার খবরে হাসপাতালে যান ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, ফেনী সদর উপজেলার (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম সিদ্দিকী এবং ওসি সামসুজ্জামান। তারা আন্দোলনকারীদের দাবি দ্রুত পূরণের আশ্বাস দেন এবং তত্ত্বাবধায়ককে মুক্ত করেন।

আরও পড়ুন


ইলিয়াস নামে হাসপাতলের এক আউটসোর্সিং কর্মচারী বলেন, “মাসের পর মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। উচ্চপদস্থ কর্মকর্তারা শুধু আশ্বাস দেন, বাস্তবে কিছুই করেন না। আজকে না হলে আর কখন?”

সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, “এটা শুধু দুঃখজনক না, লজ্জাজনকও। একজন সরকারি কর্মকর্তা তা শেষ কর্মদিবসে এমন পরিস্থিতির শিকার হবেন, এটা মেনে নেওয়া যায় না। কর্মচারীদের দাবিও যৌক্তিক। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।”

তিনি আরও বলেন, “সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে বিষয়টি উপস্থাপন করা হবে। নতুন তত্ত্বাবধায়ক যেন বিষয়টির সুরাহা করেন, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা