দিনাজপুরের কাহারোলে দুই মামলায় ২ জন গ্রেফতার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোল থানার পুলিশ ২ আসামিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। দিনাজপুরের কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভেলয়া গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে ও উপজেলা আ’লীগের সদস্য মো: লিয়াকত আলী (৫৫) এবং আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ডাবোর ইউনিয়নের ডাবোর গ্রামের মৃত হেমটু রায়ের ছেলে ও ডাবোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি যামিনী কান্ত রায় (৬০) কে থানা পুলিশ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উপজেলার তেলেঙ্গী বাজার এলাকায় মোটর সাইকেল পোড়ানো ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় দুই পৃথক মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন