ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

পাবনার সুজানগরে যখন তখন লোডশেডিং

পাবনার সুজানগরে যখন তখন লোডশেডিং। প্রতীকী ছবি

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। গত এক সপ্তাহ হলো সুজানগর পৌরসভা সহ উপজেলার সর্বত্র যখন তখন লোডশেডিং দেওয়া হচ্ছে। একদিকে বৈশাখের প্রচণ্ড তাপদাহ অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান খোকন জানান, আগে সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট একটি সময়ে লোডশেডিং দেওয়া হতো। এ সময় বিদ্যুৎ গ্রাহকরা লোড শেডিংয়ের ওই সময়ের সাথে মিল রেখে বিদ্যুৎ নির্ভর কাজ গুলো আগেভাগে সেরে ফেলতেন। কিন্তু বর্তমানে সেই সুযোগ আর নেই। এখন আর নির্দিষ্ট কোন সময়ে লোডশেডিং দেওয়া হয় না। গত ৮/১০ দিন হলো সকাল, দুপুর, বিকাল ও সন্ধ্যা ঠিক নাই যখন তখন লোডশেডিং দেওয়া হচ্ছে।

এতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন সুজানগর আঞ্চলিক অফিসের হাজার হাজার গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখা-পড়া এবং এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অফিস আদালতের কাজ-কর্ম বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন

উপজেলার কুড়িপাড়া গ্রামের তাঁত মালিক আসাদুজ্জামান রোকন সহ অনেকে বলেন, বর্তমানে অধিকাংশ তাঁত শিল্প বিদ্যুৎ নির্ভর। তাছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে তাঁত পল্লী এখন আরও ব্যস্ত। অথচ ইদানিং ঘন ঘন লোড শেডিংয়ের কারণে তাঁতের তৈরি বিশেষ করে শাড়ি ও লুঙ্গি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। উক্ত আঞ্চলিক অফিসের ডি.জি.এম বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কিছুটা কম। পাশাপাশি প্রচন্ড তাপদাহে বিদ্যুৎ লাইনেও যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। ফলে লোডশেডিং দিতে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে ঈদগাহ সংলগ্ন রাস্তার বেহাল দশা

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার ধুনটে দাদন ব্যবসায়ীর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামী-স্ত্রীকে বেঁধে লুট করার ঘটনায় চারজন গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় রাতে বিক্ষোভ