ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ বিকাল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান মতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান মতি গ্রেফতার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন বিএনপি’র সভাপতির মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সম্পাদক মতিউর রহমান মতিকে আজ বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে গ্রেফতার করে থানা পুলিশ।

এদিন সকালে প্রায় পাঁচ শতাধিক সমর্থক চেয়ারম্যানের মুক্তির দাবিতে থানার মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ অবরোধকারীদের মৃদু লাঠিচার্জ করে ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো- মফিজুল ইসলাম সেন্টু (৪০), শিমুল ইসলাম (৩৫), মুক্তারুল ইসলাম (৩২) ও দেলোয়ার হোসেন (৩৭)।

এজাহার সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রাণীশংকৈলে আসার পথে বারঘরিয়া বাজারে চেয়ারম্যান মতি ও তার লোকজন বিএনপি নেতার পথরোধ করে মারপিট করে। এসময় একটি মোটরসাইকেল, ১ লাখ ৩৯ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এঘটনায় মমতাজ আলী বাদি হয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি (৪৫), আনোয়ার হোসেন (৩৫), মনিরুল ইসলাম মনিরসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করে।

আরও পড়ুন

এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলার ১নং আসামি মতিউর রহমান মতিকে রাতে গ্রেফতার করা হয়েছে। পরদিন আটককৃত ইউপি চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করে। একারণে চেয়ারম্যানের কিছু সমর্থক মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করলে তাদের শান্ত করে দ্রুত চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষির উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করতে হবে : কৃষি উপদেষ্টা

টেকনাফের ৬ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

খুলনায় প্রকাশ্যে গুলি, মাছ ব্যবসায়ী আহত

বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবের আমেজ

সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা, একটি দাস প্রথার শামিল : প্রধান উপদেষ্টা

জনগণ আমাদের কাছে না আসলেও আমরা জনগণের কাছে যাব:ব্যারিস্টার আরমান