ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নেত্রকোনায় হাওরাঞ্চলে বজ্রাঘাতে তিনজন কৃষকের মৃত্যু

নেত্রকোনায় হাওরাঞ্চলে বজ্রাঘাতে তিনজন কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক:  নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পৃথক তিনস্থানে বজ্রাঘাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন  (৪০) ও হায়াতপুর গ্রামের মৃত রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৬০)। এছাড়া আহত হয়েছেন রনু মিয়া। 

স্থানীয়দের বরাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বিকেল সোয়া ৫টার দিকে রসুলপুর গ্রামে ধনু নদীর পাড়ে বোরো ধান শুকানোর সময়  বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় রুনু মিয়া নামে আরেকজন আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আরও পড়ুন

অপরদিকে, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের হাওরে কবীর মিয়া ধান কাটতে গেলে বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

এছাড়াও নগর ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ওমর চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে হায়াতপুর গ্রামের সামনে হাওর থেকে কৃষক রাখাল সরকার গরু আনতে যান। এ সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। তখন বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা