ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

ভালুকায় পরিত্যক্ত সুটিংস্পট থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভালুকায় পরিত্যক্ত সুটিংস্পট থেকে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় পরিত্যক্ত একটি সুটিংস্পট থেকে সাবাব সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

সাবাব সরকার উপজেলার হাবিরবাড়ির জীবনতলা গ্রামের ইউনিয়ন কৃষকদল নেতা হাফিজ উদ্দিন সরকারের ছেলে। তিনি পেশায় বিদ্যুৎমিস্ত্রি ও ডাম্পট্রাকচালক ছিলেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবাব সরকারকে সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পাওনা টাকা দেওয়ার জন্য মোবাইলে ডেকে নেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে তার বাবার মোবাইলে ফোন দিয়ে এক ব্যক্তি জানান, স্থানীয় পরিত্যক্ত লাভনী সুটিং স্পটে (এনটিভি প্রজেক্ট নামে পরিচিত) ছেলের মরদেহ পড়ে আছে। পরে তিনি গিয়ে মরদেহটি শনাক্ত করেন। মরদেহের হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নিহতের বাবার দাবি, ‘সাবাবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যা না অন্যভাবে মারা গেছে তা জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

সীমান্তে সাদা পতাকা তুলে ভারত পরাজয় স্বীকার করেছে : পাকিস্তান

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব শাহজালাল বিমানবন্দরে

‘শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না!’

২৫ মিনিটে পাকিস্তানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: ভারতের পররাষ্ট্রসচিব

মসজিদেও হামলা চালিয়েছে ভারত